বর্তমান সময়ে শিক্ষাব্যবস্থায় দুটি ভিন্ন পদ্ধতির কথা উঠে আসে online class and offline class paragraph এর মাধ্যমে আমরা এই দুই ব্যবস্থার তুলনামূলক চিত্র পাই। অনলাইন ক্লাস শিক্ষার্থীদের ঘরে বসেই শিক্ষা গ্রহণের সুযোগ করে দেয়, যেখানে ইন্টারনেট ও ডিভাইসই মূল মাধ্যম। এটি সময় ও পরিবহন সাশ্রয় করে।