বর্তমান যুগ প্রযুক্তির, আর প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হলো রোবটিক্স। প্রশ্ন জাগে – রোবটিক্স কি? রোবটিক্স একটি শাখা যা রোবট তৈরি, ডিজাইন, প্রোগ্রামিং ও নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে। রোবট হলো এমন একধরনের স্বয়ংক্রিয় যন্ত্র, যা নির্দিষ্ট কিছু কাজ করতে সক্ষম।